Header Ads

Header ADS

অলাইনে আয় / ইনকাম কি আসলেই সম্ভব?


অলনাইনে ইনকাম খুব সহজ - শুধুমাত্র তাদের জন্য যারা দক্ষ। এইখানে কানা পাবলিকের কোন মূল্য নাই। অমুকে ওইটা শিখতে কইছে তাই শিখতাছি - এই রকম হইলে টাকা খালি যাইবে, আইবে না। সবার আগে যেটা ঠিক করতে হবে

(১) অনলাইন ইনকাম কি সাইড ইনকামের মতো করতে চান? নাকি প্রফেশনাল আইমিন ক্যারিয়ার। যদি ধান্ধা করার ইচ্ছা থাকে আইমিন দেখি কিছু কামাইতে পারি কিনা, তাইলে নতুনদের জন্য এক বদনা সমবেদনা।

(২) আপনার কোনটা ভালো লাগে? আইমিন আপনি কোনটা ইন্টারেষ্টেড? কোনটা ভালো লাগে? সেইটা আগে খুব ভালো ভাবে শিখতে হবে। লাম ছাম টাম কাম স্টাইলে শিখলে সময়+টাকাই অপচয় হইবে।
(৩) দক্ষ হওয়ার পরে কাজে নামতে হইবে।
আপাতত টাকা পয়সা আনা যায় দেশে এমন কয়েকটি কর্মক্ষেত্রঃ
(১) ব্লগিং, (২) ইউটিউবিং (৩) গ্রাফিক্স ডিজাইনিং (৪) ওয়েব ডিজাইনিং, (৫) কন্টেন্ট রাইটিং, (৬) এড পোষ্টিং, (৭) ভার্চুয়াল সাপোর্ট , (৮) প্রোগ্রামিং ইত্যাদি - লিষ্ট বিশাল
(বিদ্রঃ শেখার জন্য অন্তত ৬ মাস সময় দিতে হবে, আমার ১ সপ্তাহের মধ্যে ১ লাখ টাকা ইনকাম শিখতে হবে অনলাইন থেকে, নাইলে সখিনা, জরিনার বিয়া হইয়া যাইবো টাইপের পাবলিকদের জন্য অনলাইন না))

No comments

Powered by Blogger.