Header Ads

Header ADS

হয় আপনি জিতবেন নয় কিছু শিখবেন


হাতির বাচ্চাকে একটা শিকল দিয়ে বেধে রাখা হয়। সেই শিকলটা ছোট বেলায় ভাঙতে পারেনা। আস্তে আস্তে হাতিটি শিকলে অভ্যস্ত হয়ে পড়ে।

দিন যায়, বাচ্চা হাতিটি ধীরে ধীরে বড় হতে থাকে। একই সাথে হাতিটি বেধে রাখা শেকলে অভ্যস্ত হয়ে পড়ে। আস্তে আস্তে ও শেকল ভাঙ্গার চেষ্টা করাও বাদ দিয়ে দেয়।

মজার ব্যাপার হল, একটা বড়, পূর্ণবয়স্ক হাতির কাছে কিন্তু এই শেকলটি নিতান্তই তুচ্ছ ব্যাপার। ও চাইলেই ভেঙ্গে বের হয়ে যেতে পারে। সমস্যাটা হচ্ছে ও এতদিনে চেষ্টা করে করে বিশ্বাস করে ফেলেছে যে, 'ওকে দিয়ে হবে না' বা 'ও আর পারবে না'।
পুরো ব্যাপারটাই হল মাইন্ডসেট।
আপনি কখনওই পারবেন না, আনটিল আপনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন। কখন যে শেকলটা ভাঙ্গার মত অদম্য শক্তি আপনার মধ্যে চলে আসবে আপনি হয়ত নিজেই জানেন না।
মোড়াল অব দ্য স্টোরি, জীবনে 'হারা' বলে কিছু নেই। হয় আপনি জিতবেন অথবা কিছু শিখবেন।

No comments

Powered by Blogger.