Header Ads

Header ADS

শিশুদের শেখার এ্যাপ শিশু শিক্ষা ।

হ্যালো বন্ধুরা  ! আজ আপনাদের সামনে একটি এ্যাপ রিভিউ নিয়ে হাজির হয়েছি আশা করি কাজে আসবে ।

ছোট সোনামণিদের আমরা ভালবাসি সেজন্য আমাদের প্রিয় স্মার্ট ফোন টি তাদের ব্যবহার করতে দেই । কিন্তু সোনামণিরা নানা গেইম খেলে তাদের এই সময় টা অযথা নষ্ট করে । আমাদের সোনামণিদের গেইমের পরিবর্তিতে যদি একটা এ্যাপ ধরিয়ে দেই কেমন হবে ? সেখান থেকে তারা তাদের প্রাথমিক শিক্ষার অনেক কিছু শিখে ফেলবে । হ্যা প্রাথমিক শিক্ষার অনেক কিছু শেখা হয়ে যাবে এ্যাপের মাধামে । সে রকমই  একটি এ্যাপ শিশু শিক্ষা


প্রযুক্তির সাথে বেড়ে উঠা শিশুরা বর্ণমালা, গণনা, ছড়া প্রভৃতি শিখতে পারবে এই এ্যাপ দিয়ে । প্রযুক্তির উৎকর্ষে এখন সব কিছুই সহজতর হচ্ছে। নতুন এই অ্যাপ্লিকেশন কাজে লাগিয়ে খেলার ছলে শিশুদের শেখানোর চমৎকার একটি সুযোগ তৈরি হয়েছে।

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
১. এতে বর্ণমালা দেখা যাওয়ার পাশাপাশি উচ্চারণ করেও শোনানো হয়।
২. এ্যাপস টিতে আছে স্বরবর্ণ ,ব্যঞ্জনবর্ণ,গননা,এ্যালপাবেট(Alphabet)এবং ছড়া ধারাবাহিকভাবে সাজানো ।
৩. ছড়াগুলো আকর্ষণীয় উচ্চারণে দেওয়া আছে ।
৪. এ্যানিমেশনের  সাথে সাথে আকর্ষনীয় উচ্চারণ ।
৫. এটি সম্পূর্ণ অফলাইনে কাজ করবে। তাই ইন্টারনেটের সংযোগ প্রয়োজন নেই।
৬.চাইলে অ্যাপ্লিকেশনটি বন্ধুদের সঙ্গে শেয়ারও করা যাবে।

অ্যাপটিতে অন্তর্ভুক্ত ছড়াসমূহঃ
☆ আয়রে আয় টিয়ে - ayre ay tiye
☆ আম পাতা জোড়া জোড়া - am pata jora jora/ aam pata jora jora
☆ আতা গাছে তোতা পাখি - ata gache tota pakhi
☆ বাক বাকুম পায়রা - bak bakum payra
☆ হাট্টিমাটিম টিম - hattimatim tim
☆ আয় ছেলেরা আয় মেয়েরা - ay chelera ay meyera
☆ নোটন নোটন পায়রাগুলি - noton noton paira
☆ ওখানে কে রে - Okhane ke re
☆ তাই তাই তাই - Tai tai tai
☆ কানা বগীর ছা - kana bogir cha
☆ আমাদের ছোট নদী - amader choto nodi
☆ আয় আয় চাঁদ মামা / আয় আয় চাদ মামা - ay ay chad mama
☆ খোকন খোকন ডাক পাড়ি - khokon khokon dak pari
☆ খোকন খোকন করে মায় - khokon khokon kore may
☆ আমি হবো/ আমি হব - ami hobo
☆ আমার পণ - amar pon
☆ ভোর হলো দোর খোল - vor holo dor kholo
১২ মেগাবাইটের অ্যাপ্লিকেশণটি ৫ স্টার রেটিং প্রাপ্ত, যা  ৫ হাজারের উপরে ডাউনলোড হয়েছে, এ্যাপটি এ ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।
ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.sadevelopersbd.shishushikkha

No comments

Powered by Blogger.