Header Ads

Header ADS

শিশুদের ছড়া শেখাবে সোনামণির ছড়া (Sunamonir Chora) অ্যাপ

কার্টুনের নেশায় মেতে থাকা শিশুদের বাংলা ছড়া শেখানো বেশ কষ্টকর। অনেক ক্ষেত্রে আবার বাংলার চেয়ে ইংরেজি ছড়ার প্রতি তাদের ঝোঁক দেখা যায় বেশি।‘আয় আয় চাঁদ মামা’ শেখার আগে তারা শিখে যায় ‘টুইংকেল টুইংকেল লিটল স্টার’ বা বা ব্লাক শিপের’ মতো ছড়া।
তবে প্রযুক্তির যুগে ট্যাব কিংবা স্মার্টফোনের দিকেও বাচ্চাদের ঝোঁক বেশি। এটিকে কাজে লাগিয়ে খেলার ছলে বাচ্চাদের বাংলা ছড়া শেখানোর চমৎকার একটি সুযোগ তৈরি করেছে ‘ সোনামণির ছড়া (Sunamonir Chora)’ নামের একটি এ্যাপে । এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
  • ১. অ্যাপটিতে রয়েছে জনপ্রিয় ১০ টি অতি পরিচিত এবং জনপ্রিয় ছড়া।
  • ২. প্রতিটিতে রয়েছে সুন্দর ও আকর্ষণীয় ছবি।
  • ৩. অ্যাপটি সম্পূর্ণ অফলাইনে কাজ করবে। তাই একবার ডাউনলোডের পর আর ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।
  • ৪. অ্যাপটিতে রয়েছে শেয়ার ফিচার। তাই চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করা যাবে।

বাচ্চরা যেহেতু স্মার্টফোন, ট্যাব এসব নিয়ে খেলা করতে খুব ভালবাসে। তাই এ অ্যাপের মাধ্যমে খুব সহজে ছড়াগুলো শিখে ফেলতে পারবে। এ ঠিকানা থেকে বিনামূল্যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে।



No comments

Powered by Blogger.