Header Ads

Header ADS

এ্যাপ রিভিউ:শিশু শিক্ষা

আজ ইচ্ছে হল কোন কিছু নিয়ে রিভিউ লিখব, তাই ভাবছিলাম কি নিয়ে লিখা যায় হটাত মনে হল আমাদের গ্রুপের নিয়মিত মেম্বার ও লেখক Md Tarek Ahmed এর এ্যাপের কথা। তাই লিখে নিলাম সেই এ্যাপ নিয়ে কিছু জানা অজানা ও ভাল-মন্দ বিষয়:
শিশু শিক্ষা নামের ঐ এ্যাপ মুলত ১-৩ বছরের বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। এ্যাপে রয়েছে ছোট শিশুদের শেখার জন্য
স্বরবর্ণ,ব্যঞ্জনবর্ণ,গননা,এ্যালপাবেট(Alphabet) এবং ছড়া ।

আমার কাছে এ্যাপের ইন্টারফেজ তেমন আকষর্ণ করেনি, যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইনার সেজন্য বোধহয়, আর এ্যাপ শিশুদের জন্য তাই আরো আকষর্ণীয় হওয়া উচিত ছিল বলে মনে হয়। ইন্টারফেজ টা আরো আকষর্ণীয় করলে বাচ্চাদের ভাল লাগবে।
তবে এ্যাপের বর্ণমালার উচ্চারণ গুলো খুব ভাল লেগেছে, শিশুরা প্রতিটি বর্ণ ক্লিক করতে সুমধুর কন্ঠের উচ্চারণ শুনবে। আর খুবই আকষর্ণ করেছে ছড়া গুলো, বলা যায় হারিয়ে যাওয়া ছড়ার এক সংগ্রহশালা।
সব মিলিয়ে প্রচেষ্টা ভাল।
এ্যাপটি পাওয়া যাবে এই লিংকে
https://play.google.com/store/apps/details…


আপনারাও ব্যবহার করে এ্যাপ সম্পর্কে কমেন্ট করে জানাতে পারেন এই পোস্টে, এই এ্যাপের ভাল-মন্দ দিকগুলো।

No comments

Powered by Blogger.