Header Ads

Header ADS

খোলসের মধ্যে থেকে বেরিয়ে আসুন , সাফল্য আসবেই ।


ছবিটির দিকে লক্ষ্য করুন। একটি মাছ ছোট পাত্র থেকে বড় পাত্রে যাওয়ার চেষ্টা করছে।
মাছটি হয়তো বুঝতে পেরেছে, এই ছোট পাত্রের পানিতে সে বেশিদিন বাঁচতে পারবে না। ছোট পাত্রের পানি দ্রুত বাষ্পীভূত হয়ে শুকিয়ে যাবে। তাই সে অনাগত বিপদ থেকে রক্ষা পাবার আশায় ঝুঁকি নিয়ে বড় পাত্রের পানিতে যেতে চাইছে।

জীবনে চলার পথে আমরাও মাঝে মাঝে এই মাছের মতো সমস্যায় পড়ি। কিন্তু অনেকক্ষেত্রে দেখা যায়, সামান্যতম ঝুঁকি নিতেও আমরা রাজি হই না। আমরা দুঃখ-হতাশা নিয়ে চিন্তা করতে ভালোবাসি, কিন্তু দুঃখ-হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ করার চিন্তা করি না। নিজেদের ভিতরে যত রকমের সুপ্ত প্রতিভা থাকে, সেইসব প্রতিভাকে জেগে ওঠার আগেই আমরা গলা টিপে হত্যা করি।

বিখ্যাত উইলিয়াম জেমস একবার কিছু লোকের কথা বলেছিলেন যারা নিজেদের চিনতে পারে না। তাঁর মতে সাধারণ মানুষের মধ্যে মাত্র শতকরা ১০ ভাগ লোক নিজেদের মানসিক শক্তির উজ্জীবন ঘটাতে পারে, বাকিরা পারে না। তিনি লিখেছিলেন, “আমাদের যা হওয়া উচিত সে সম্পর্কে আমরা অর্ধ জাগরিত। আমরা আমাদের শারীরিক আর মানসিক ক্ষমতার সামান্য অংশই কেবল কাজে লাগাতে পারি। ভালো করে বলতে গেলে একজন মানুষ নিজের খোলসের মধ্যেই থেকে যায়। তার বহু ধরনের চাপা ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার অনেকটাই কাজে লাগাতে পারে না।”

No comments

Powered by Blogger.