Header Ads

Header ADS

দৃষ্টিভঙ্গি-বদলান-জীবন-বদলে-যাবে

চাষাবাদ সম্পর্কে অনভিজ্ঞ এক শহুরে লোক গ্রামের মাঠ দেখতে এসেছে। গ্রামের এক চাষী তার সাথে আছে। শহুরে লোকটি পাশাপাশি দুটি জমি দেখতে পেল। একটি জমিতে আলু-গাজরের চাষ করা হয়েছে, অন্য জমিটিতে চাষ করা হয়েছে ভুট্টা। লোকটি দেখল আলু-গাজরের গাছ খুব ছোট ছোট। আর ভুট্টার গাছ অনেক বড়। এই দেখে লোকটি চাষীকে বলল, কতদিন আগে এই গাছগুলো রোপণ করা হয়েছিল?

গ্রামের চাষী উত্তর দিল, আলু, গাজর ও ভুট্টার বীজ একসময়েই বোনা হয়েছিল।
চাষীর কথা শুনে শহুরে লোক বলল, তাহলে মনে হয় আলু-গাজরের জমি ভালো নয়, ভুট্টার জমি বেশি ভালো।
চাষী তখন বলল, আপনার ধারণা ভুল। আসলে আলু-গাজরের জমিই বেশি উর্বর আর ফলনও এবার ভালো হয়েছে। আর ভুট্টাতে এবার পোকা লেগেছে, ভুট্টার ফলন এবার ভালো হবে না। 




এখানে চাষী ও শহুরে লোক উভয়ই নিজ নিজ দৃষ্টিভঙ্গি দিয়ে সাফল্যকে পরিমাপ করছে। আসলে শহুরে লোক জানে না যে আলু-গাজরের ফল থাকে মাটির নিচে। খালি চোখে তা দেখা যায় না। তাই সে বড় গাছ দেখেই ভুট্টার জমিকে ভালো জমি হিসেবে আখ্যায়িত করেছিল।
অন্যদিকে চাষাবাদ সম্পর্কে সবকিছু জানার কারণে চাষী ভালো করেই আলু, গাজর ও ভুট্টার সফলতার পরিমাপ করতে পেরেছিল।

ঐ শহুরে লোকের মতো অজ্ঞতার কারণে আমরাও অনেক সময় ‘জীবনের সাফল্য’ সম্পর্কে ভুল ধারণা পোষণ করি। কেউ হঠাৎ করে কিছু টাকা-পয়সার মালিক হলে তাকে সফল মানুষ হিসেবে আখ্যায়িত করি। আবার কেউ দুঃখ-কষ্টে পতিত হলে তাকে অসফল মানুষ হিসেবে গণ্য করি।
কিন্তু দুঃখ-কষ্টে পতিত হওয়াও যে সফলতার একটার অংশ--সেটা আমরা বুঝতে পারি না। মানুষ যখন দুঃখ-কষ্টে পতিত হয়, তখন সে যে অভিজ্ঞতা অর্জন করে, সেই অভিজ্ঞতায় তাকে সফলতার নতুন নতুন পথ দেখায়। এই সাফল্যের দেখা পাওয়া ব্যক্তিটি হঠাৎ করে সফলতা পাওয়া ব্যক্তির চেয়ে অনেক বেশি প্রজ্ঞাবান হয়।

No comments

Powered by Blogger.