Header Ads

Header ADS

মৌলভীবাজারের ছেলেদের তৈরি চমৎকার একটি অ্যান্ড্রয়েড অ্যাপস। ডাউনলোড করুন এবং উৎসাহ দিন।

দিন দিন বেড়ে চলেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনের জনপ্রিয়তা। আর এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপস ডেভেলপমেন্টের পরিমানও। আর এদিক থেকে পিছিয়ে নেই আমরাও।
আমাদের মৌলভীবাজারের তরুণরাও তৈরি করে চলেছে নানারকম অ্যান্ড্রয়েড অ্যাপস। এর সাথে সর্বশেষ যুক্ত হল "শিশু শিক্ষা (Shishu Shikkha)" নামক অ্যাপসটি। আর এই অ্যাপসটির পেছনে রয়েছে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট- এর কয়েক জন তরুণ এবং তাদের প্রতিষ্ঠান Web Solutions MB. - 
https://play.google.com/store/apps/details?id=com.sadevelopersbd.shishushikkha


সম্পুর্ণ অ্যাপসটি শিশুদের জন্য তৈরি করা , অ্যাপসে আছে ৫০ টিরও বেশি ছড়া, ১০ টি Rhymes, স্বরবর্ণ , ব্যঞ্জনবর্ণ, গণনা,  এ্যালফাবেট । ছড়াগুলো খুবি আকর্ষনীয়ভাবে উপস্থাপন করা হয়েছে যাতে শিশুরা আনন্দের সাথে শিখতে পারে । ‘আতা গাছে তোতা পাখি’,  ‘খোকন খোকন ডাক পাড়ি’ ‘ঘুম পাড়ানি মাসি-পিসি’ সহ অসাধারন সব ছড়াগুলো । যা আগে মায়েদের মুখে শুনে যেত , আর শিশুরা মিষ্টি করে আবৃত্তি করত ।

অ্যাাপসটি ডেভেলপ করেছেন  তারেক আহমদ,  উস্তারুজ্জামান, কফিল উদ্দিন শাহান এবং নুরুল আমিন , আর দিক নিদের্শনায় ছিলেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ জনাব আহসানুর রহমান,কম্পিউটারে টেকনোলজির শিক্ষকবৃন্দ সহ Web Solutions MB  এর চেয়ারম্যান ফজলুর রহমান সোহাগ
এখন পর্যন্ত অ্যাপসটির রেটিং ৫.০০ । ডাউনলোড করা হয়েছে ১০,০০০+ বার। অ্যাপসটির সাইজ মাত্র ১০.০০ মেগাবাইট।
শিশু শিক্ষা (Shishu Shikkha)

No comments

Powered by Blogger.