নিজের পরিচয় সৃষ্টি করুন...
আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, গ্রামের নাম, থানা, জেলার নাম আপনি সবই জানেন। এটা আপনার পরিচয় নয়। এটা আপনার ঠিকানা বা অনেকে ইংরেজীতে মেইলিং এড্রেস বলে। তাহলে আপনার পরিচয় কি? আপনার পরিচয়, আপনার নামে, আপনার চেহারায়, আপনার ষ্টাইলেও হতে পারে। সর্বোপরি আপনার কাজ। আপনার মেধা যা আপনাকে অনন্য করে তুলবে। যেমনঃ শেখ মুজিবর রহমান, জিয়াউর রহমান। এটা বললে আর কোন কিছু বলতে হয়না তার পরিচয়ের জন্য। নায়ক শালমান শাহ্,রিয়াজ, সাকিব খান, নায়ক রাজ রাজ্জাক, নায়িকা মৌসুমি, ক্রিকেটার সাকিব আল হাসান। সাংবাদিক গোলাম সারোয়ার, শাহরুখ খান, ডঃ মুহাম্মদ ইউনুস, মালালা ইউসুফ জাই, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, লালন শাহ, শাহ আব্দুল করিম।
এমন ব্যক্তি বর্গের নাম বললে আর কোন কিছু বলার দরকার নেই তাদের পরিচয়ের জন্য। তাদের উপস্থিতি মানুষকে অনুপ্রানিত করে, আন্দোলিত করে, আশা জাগায়, নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, মানুষ তাদের মন থেকেই ভালবাসে, তাদের কাছে ভিড়তে চায়, ভিড় জমে যায়। কাজই তাদেরকে মহান করেছে। কাজের মাধ্যমেই তারা নিজেদের অনন্য করে তুলেছেন। নিজের পরিচয় সৃষ্টি করেছেন। তাদেরকে ভিড়ের মাঝেও চেনা যায়। সেরাটা তাদের জন্য অপেক্ষা করে। মানুষ তাদের মত হতে চায়। তাদের পাশে থাকতে চায়। তাদের সঙ্গ পেতে চায়। এটাই তাদের পরিচয়। আপনিও আপনার পরিচয় সৃষ্টি করুন। খুঁজে বের করুন কি এমন গুণ আপনার আছে, যা বিকশিত করতে পারলে আপনি আপনার পরিচয় সৃষ্টি করতে পারবেন। আপনার সেই গুণকে বিকশিত করার কাজে “সাফল্য তোমার” বইয়ের অনুসরণ করুন। আপনার উঁচু লক্ষ্য পায়ে লুটিয়ে পড়ার আগ পর্যন্ত কাজ করুন, কাজে লেগে থাকুন।


No comments