Header Ads

Header ADS

মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থান সমূহ


প্রকৃতি যেনো তার অপার সৌন্দর্য্য উদার হস্তে দান করেছেন মৌলভীবাজার জেলাকে। চিত্তবিমোহিত করা সবুজ, পাহাড়, লেকের অপূর্ব মহিমা সবাইকে মুগ্ধ করে।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলানিকেতনের মৌলভীবাজারে  দর্শনীয় স্থান সমুহঃ
একনজরে চোখ ভুলিয়ে নিতে পারেন সেই প্রাকৃতিক সুন্দরের লীলাভুমিতে । আপনার মন কে নাড়া দিয়ে যাবে সেই সৌন্দর্য সমূহ ।

১) হযরত শাহ মোস্তফা (রঃ) মাজার
২) সপ্তদশ শতকের বাংলার শেষ পাঠান বীর খাজা ওসমান এর কবরস্থান
৩) সিরাজনগর গাছপীর আব্রু মিয়ার মাজার, সাতগাঁও ইউনুছ পাগলার মাজার।
৪) মাধবকুন্ড জলপ্রপাত।
৫) হাকালুকি হাওর।
৬) বড়লেখার আতর ও আগর শিল্প।
৭) শ্রীমঙ্গলের বাংলাদেশ চা-গবেষণা ইনষ্টিটিউট।


৮) শ্রীমঙ্গলের টি রিসোর্ট ও হাইল হাওর।
৯) কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেইক ও চা-বাগান।
১০) কমলগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের সমাধি।
১১) সদর উপজেলায় অবস্থিত মনু ব্যারেজ।
১২) কমলগঞ্জ উপজেলায় অবস্থিত হামহাম জলপ্রপাত।
১৩) কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান।
১৪) মৌলভীবাজার জেলার চা-বাগান সমূহ।
১৫) সাতগাঁও এর চা-কন্যা মনুম্যান্ট।
১৬) শেরপুরের মুক্তিযোদ্ধা গোল চত্ত্বর।
১৭) শমশেরনগর বিমানবন্দর ও সম্মুখসমর স্মৃতিস্থল।
১৮) মাধবকুন্ড জল-প্রপাতের পার্শ্বে অবস্থিত পরিকুন্ড জলপ্রপাত।
১৯) শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিল ও পাখিদের অভয়আরন্য।
২০) রাজনগর এর পাখিবাড়ি।
২১) পৃথিমপাশা এর নবাব বাড়ি।
২২) জুড়ী উপজেলায় কমলা বাগান।
২৩) মোস্তফাপুর ইউনিয়নের গয়ঘড় গ্রামে ঐতিহাসিক খোজার মসজিদ।
২৪) বর্ষিজোড়া ইকোপার্ক।
২৫) রাজনগর উপজেলার কমলারাণীর দীঘি।

No comments

Powered by Blogger.