Header Ads

Header ADS

কিং খানের সিনেমার সেরা ১০ সংলাপ যা আপনাকে অনুপ্রেরণা যোগাবে


 
খুব সাদারণ পরিবার থেকে পথ চলা শুরু করেও নিজের জোরে আজ বলিউডের বাদশা হয়েছেন শাহরুখ খান। যে সব তরুণ তরুণী বলেন, আমার বাবা বা কোনও আত্মীয় বলিউডে নেই তাই আমার আর কিছু হবে না, শাহরুখ খান হলেন তাদের মুখে এখটা কড়া জবাব। আর যাঁরা সাধারণ পরিবার থেকে এসে বলিউডে কিছু করে দেখানোর চেষ্টা করছেন কিং খান তাদের জন্য অনুপ্রেরণা। শাহরুখ খান যখন প্রথম মুম্বই এসেছিলেন তখন চোখে একরাশ স্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না।
চেহারা ছিল খুবই সাধারণ, কোনও বিশেষত্বই ছিল না তার মধ্যে। কিন্তু তাও আজ তিনি বলিউডের কিং। আর তার কারণ শুধুমাত্র কঠোর পরিশ্রম। শাহরুখের কথায়, যে স্বপ্নের পিছু আমি নিয়েছিলাম, সেই স্বপ্নই আমার এই পথ চলা শুরু করিয়ে দিয়েছে, এই যাত্রাপথ আমাকে আমার লক্ষ্যের চেয়েও অনেক বেশি কিছু উপহার দিয়েছে। তা হল সাফল্য। এটা যদি তাঁর বাস্তবের জীবনের সংলাপ হয়, তাহলে ছবির পর্দাতেও কিং খান এমন কিছু সংলাপ বলেছে যা সত্যিই অনুপ্রেরণা জোগায়।

বাজিগর (১৯৯৩) : "কভি কভি কুছ জিতনে কে লিয়ে হারনা পরতা হ্যায়। অউর হারকে জিতনে ওয়ালো কো বাজিগর কহতে হ্যায়।"
মহব্বতে (২০০০) : "মহব্বত ভি জিন্দেগি কী তারহা হোতি হ্যায়। হর মোড় আসান নেহি হোতা, হর মোড় পে খুশি নেহি হোতি, পর যব হাম জিন্দেগি কা সাথ নেহি ছোড়তে... ফির মহব্বত কা সাথ কিউ ছোড়ে।"

কভি খুশি কভি গম (২০০১): "জিন্দেগি মে কুছ বননা হো, কুছ হাসিল করনা হো, কুছ জিতনা হো, তো হামেশা আপনি দিল কি শুনো...অওর আগর দিল সে ভি কোই জবাব না আয়ে...তো আপনি আঁখে বন্ধ করকে আপনি মা অওর বাবাকা নাম লো...ফির দেখনা তুম, হর মনজিল পা সকোগে, হর মুশকিল আসান হো জায়েগি...জিত তুমহারি হোগি...সিরফ তুমহারি..."
স্বদেশ (২০০৪): "হাম সব এক দুসরে কো দোষ। দে রহে হ্যায়...জব কি সচ্চাই ইয়ে হ্যায় কি...হাম সবহি দোষি হ্যায়।"

স্বদেশ (২০০৪): "ম্যায় নেহি মানতা হামারা দেশ দুনিয়া কা সবসে মহান দেশ হ্যায়... লেকিন ইয়ে জরুর মানতা হু কে হামমে কাবিলিয়াত হ্যায়, তাকত হ্যায়, আপনে দেশ কো মহান বানানে কি।"

ওম শান্তি ওম (২০০৭): "ক্যাহতে হ্যায় কি ...আগর কিসি চিজ কো দিল সে চাহো তো পুরি কায়েনাত উসে তুমসে মিলানে কি কোশিস মে লাগ যাতি হ্যায়।"

চাক দে ইন্ডিয়া (২০০৭): "বার করনা হ্যায় তো সামনে ওয়ালে কি গোল পর নেহি...সামনেওয়ালে কি দিমাগ পর করো...গোল খুদ-বা-খুদ হো জায়েগা।"

চাক দে ইন্ডিয়া (২০০৭): "জো নেহি হো সকতা ...ওহি তো করনা হ্যায়।"

চাক দে ইন্ডিয়া (২০০৭): "টিম বানানে কে লিয়ে তাকত নেহি....নিয়ত চাহিয়ে।"

হ্যাপি নিউ ইয়ার (২০১৪): "দুনিয়া মে দো তরহা কে লোগ হোতে হ্যায়...উইনার অ্যান্ড লুজার। লেকিন জিন্দেগি হর লুজারকো ওহ এখ মওকা জরুর দেতি হ্যায়, জিসমে ওহ উইনার বন সকতা হ্যায়।"

https://play.google.com/store/apps/details?id=com.websolutionsmb.lenovo_pc.shishushikkha_childrenseducation



No comments

Powered by Blogger.