Header Ads

Header ADS

C Programming (সি প্রোগ্রামিং)এর First প্রোগ্রাম পর্ব - ১


নুরুল আমীন


ওয়েলকাম টু দ্যা ওয়ার্ল্ড অফ প্রোগ্রামিং!! আপনাকে প্রোগ্রামিং এর জগতে স্বাগতম জানাচ্ছি।আজকে আমরা সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে আমাদের প্রথম প্রোগ্রাম তৈরী করবোতবে প্রথম প্রোগ্রাম তৈরীর আগে আপনাকে অবশ্যই কোডঃ ব্লকস ইন্সটলকরে নিতে হবে আপনার কম্পিউটারে

আমরা আমাদের প্রথম প্রোগ্রাম লিখবো Hello World বেশিরভাগ প্রোগ্রামারই তাদের প্রথম প্রোগ্রাম হিসেবে Hello World প্রোগ্রাম তৈরী করে থাকেআমরাও তৈরী করবোদেরী না করে আপনি কোডঃঃব্লকসে নিচের কোডটুকু লিখে ফেলুন ...

#include <stdio.h>
int main ()
{
printf("Hello World");
return 0;
}

উপরে এইসব কি লিখলাম আপনারা কি কেউ বুঝতে পেরেছেন? সব হিজিবিজি লেখা তাইনা? যাই হোক, এখনই আপনাকে সবকিছু বুঝতে হবে এমন কোন কথা নেইআমি যা যা বলবো শুধু সেটুকু বুঝলেই চলবে ...
কোডের ব্যাখ্যাঃ
প্রথম লাইনে আমি লিখেছি #include <stdio.h> এটি একটি হেডার ফাইলএরকম আরো অনেক হেডার ফাইল আছেএই ফাইলটি কি কাজ করে সেটি এখন না জানলেও চলবে পরে সময়মতো আমি আপনাদেরকে বুঝিয়ে দিবো 
দ্বিতীয় লাইনে আমি লিখেছি int main() এটি একটি মেইন ফাংশনপ্রতিটি প্রোগ্রামে একটি এবং শুধুমাত্র একটি মেইন ফাংশন থাকতে হবেমেইন ফাংশন না থাকলে কোন প্রোগ্রামই কাজ করবে নামেইন ফাংশন শুরু হয় দ্বিতীয় বন্ধনী দিয়ে আবার শেষও হয় দ্বিতীয় বন্ধনী দিয়েঅর্থাৎ মেইন ফাংশন দেখতে নিচের মতো হবে ...
int main()
{
এখানে আপনার কোড থাকবে
}

এরপরে আমি return 0 লিখেছি, এর ব্যবহার সম্পর্কে অন্য কোন একটা লেসনে ভালোভাবে আলোচনা করবোএখন আসি printf("Hello World") লাইনটি সম্পর্কে printf(" ") লেখাটি দ্বারা প্রিন্ট করার নির্দেশ দেয়া হয়ব্র্যাকেটের ভেতরে block quote চিহ্নের ভেতরে যা লেখা থাকবে প্রোগ্রামটি রান করালে সেই লেখাটুকুই স্ক্রীণে প্রিন্ট হবে।  
আপনি হয়তো খেয়াল করেছেন printf("Hello World") লেখাটির পরে  একটি চিহ্ন ; আছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রতিটি স্টেটমেন্ট এর পরেই একটি ; চিহ্ন থাকে; চিহ্নটি দ্বারা স্টেটমেন্টটির শেষ বোঝানো হয়আপনি যদি ; চিহ্নটি না দেন তাহলে কোডঃঃব্লকস আপনার লেখা প্রোগ্রামটি কম্পাইল করতে পারবে না, আপনি চেষ্টা করে দেখতে পারেন 
আসুন প্রোগ্রামটি রান করাইঃ
Build মেনুতে গিয়ে Compile Current File এ ক্লিক করুন

আপনি যদি ঠিকঠাকভাবে প্রোগ্রামটি টাইপ করে থাকেন তাহলে কম্পাইলার আপনাকে জানাবে  0 errors, 0 warnings অর্থাৎ প্রোগ্রামটি ঠিকঠাকমতো লেখা হয়েছে
আবার Build মেনু তে গিয়ে Run এ ক্লিক করুনতাহলে আপনি নিচের মতো ছবি দেখতে পাবেন
যদি আপনি উপরের ছবির মতো দেখতে পাবেন তাহলে আপনাকে অভিনন্দন, আপনি আপনার প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরী করে ফেলেছেনআর যদি আপনি উপরের ছবির মতো দেখতে না পান তাহলে আপনি আবার প্রথম থেকে শুরু করুনযেভাবেই হোক এটি আপনাকে শিখতেই হবেএটি যদি শিখতে না পারেন তাহলে পরের লেসনে যাওয়ার কোন দরকার নেই।  আজকের লেসন এখানেই শেষ ...আবার দেখা হবে পরের লেসনে..ততক্ষন পযন্ত ভালো থাকুন।
 HAPPY COADING….       




3 comments:

Powered by Blogger.